Wednesday, April 29, 2015

মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে: জয়:আরটিএনএন

মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে: জয় নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: তিন সিটি নির্বাচনে মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিন সিটি নির্বাচন নিয়ে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ফ্যান পেইজে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। পোস্টটি আরটিএনএন পাঠকদের জন্য তুলে দেয়া হলো- কিছু বিচ্ছিন্ন ঘটনা ছ
াড়া আজ বেশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে মোট ২৭০০ ভোটকেন্দ্রের মাঝে মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে আরো কিছু খবর আসছে তবে তা মোট ২৭০০ কেন্দ্রের তুলনায় নগণ্য। শতাংশের হিসেবে ২০১৩ তে হওয়া ৫ সিটি করপোরেশনের নির্বাচন যেখানে বিএনপি ৫টি জয় লাভ করেছিলো, সেই নির্বাচনে আক্রান্ত কেন্দ্রের সংখ্যার তুলনায় এটি বেশ কম। নির্বাচন কমিশনের দায়িত্ব তদন্ত সাপেক্ষে দরকার হলে আক্রান্ত ভোটকেন্দ্রসমূহে পুনঃভোট করা। ভোট শুরুর আগ থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে, বিএনপি নির্বাচন বর্জন করবে। সত্যিকারের কারণটি হচ্ছে, তারা জানতো যে তারা হেরে যাবে। আমাদের এবং অন্যান্য গ্রহণযোগ্য জরিপে দেখা গিয়েছে তিনটির মাঝে কমপক্ষে দুটি এমনকি হয়তো তিনটিই আমরা জিততে যাচ্ছি। মন্তব্য      

No comments:

Post a Comment