Tuesday, April 28, 2015

কেন্দ্র দখলের অভিযোগ এরশাদের জাতীয় পার্টির:আরটিএনএন

কেন্দ্র দখলের অভিযোগ এরশাদের জাতীয় পার্টির নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ভোট কেন্দ্র সরকারি দলের নেতাকর্মীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। সকাল ৯টায় লালবাগের আমলীগোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন। মিলন বলেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ। তারা সুষ্
ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেনি। এ অবস্থা চলতে থাকলে দুপুরের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন জাতীয় পার্টি। পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার কাজী হাবিবুর রহমান হাবুর লোকজন আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।’ জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৫৩ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৪৭ ওয়ার্ডের তামীরুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্র থেকেও তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি সমর্থিত ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন মিলনসহ কয়েকজন সিনিয়র নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে আলোচনা করে জাতীয় পার্টি পরবর্তী সিদ্ধান্ত জানাবে। মন্তব্য      

No comments:

Post a Comment