Tuesday, April 28, 2015

"বিএনপি এজেন্ট আনতে পারেনি":টাইমনিউজ

"বিএনপি এজেন্ট আনতে পারেনি" স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ এপ্রিল, ২০১৫ ১৩:১৮:৪৫ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেনি। এ ব্যর্থতা তাদের। তিনি বলেন, অনেক কেন্দ্র পরিদর্শনকালে আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে (বিএনপি) এজেন্ট দিতে বলেছেন। কিন্তু তারা এজেন্ট আনতে পারেনি। আওয়াম
ী লীগের এই নেতা আরো বলেন, তারা এজেন্ট দিতে ব্যর্থ হলে সে দায় আওয়ামী লীগের উপর চাপানো যায় না। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদানসহ যে সব অনিয়ম হয়েছে সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, দু'একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এ জন্য পুরো নির্বাচনকে আপনারা দোষারোপ করতে পারেন না। তিনি আরো বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নির্বাচনেও এ রকম ছোট-খাট অনিয়ম হয়ে থাকে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান আব্দুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। জেডআই/কেবি

No comments:

Post a Comment