Wednesday, April 29, 2015

ভোট বর্জন বিএনপির ষড়যন্ত্র: আওয়ামী লীগ:টাইমনিউজ

ভোট বর্জন বিএনপির ষড়যন্ত্র: আওয়ামী লীগ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ এপ্রিল, ২০১৫ ১৯:৪৬:১৭ বিএনপির নির্বাচন বর্জনকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ মঙ্গলবার ভোট গ্রহণ শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, জনগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে নতুন একটি ইস্যু তৈরি করার জন্যে খালেদা জিয়া এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে ভো
ট জালিয়াতির যেসব খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন, এধরনের কোনো অভিযোগ এখনও তারা পাননি। আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে যতো নির্বাচনই হয়েছে তার প্রত্যেকটিতেই কমবেশি এরকম এক/দুই শতাংশ অনিয়মের অভিযোগ উঠেছে। “ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় দু’হাজার কেন্দ্রের মধ্যে যদি এরকম দু’একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসে তাহলে সেটাকে নির্বাচন বয়কট করার মতো অভিযোগ হিসেবে তুলে ধরার কোনো সুযোগ নেই।” তিনি বলেন, বিএনপির বেঈমানি ও মুনাফেকির কারণে চট্টগ্রামের প্রার্থী মঞ্জুর আলম নির্বাচন বর্জন করেছেন এবং রাজনীতি থেকেও অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। “মঞ্জুর আলম বিএনপির সমর্থিত প্রার্থী ছিলেন না। কিন্তু পরে কোনো একটা অদৃশ্য কারণে খালেদা জিয়া তার প্রতি সমর্থন ঘোষণা করেন, যা বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা মেনে নিতে পারেনি।” বিএনপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে দলটি পরিকল্পিতভাবে গতকাল রাত ১২টাতেও পোলিং এজেন্টদের নামের তালিকা দেয়নি। তিনি বলেন, আব্দুল আওয়াল মিন্টু বিএনপির প্রার্থী ছিলেন। পরিকল্পিতভাবে তার প্রার্থিতা বাতিল করে তাবিথ আউয়ালের মতো অপরিচিত ও অনভিজ্ঞ একজনকে প্রার্থী করা হয়েছে। এসএইচ

No comments:

Post a Comment