 সারাদেশে পেট্রোলবোমায় নিহতদের গায়েবানা জানাজা শুক্রবার স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০১:৩০:৫৯ শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে পেট্রোলবোমা হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা পড়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান।
সারাদেশে পেট্রোলবোমায় নিহতদের গায়েবানা জানাজা শুক্রবার স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০১:৩০:৫৯ শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে পেট্রোলবোমা হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা পড়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান। আগুনে পুড়িয়ে হত্যার রাজনীতি বন্ধের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধনটির আয়োজন করে। মোজাম্মেল হক বলেন, কোকোর স্বাভাবিক মৃত্যুতে খালেদা জিয়া ভেঙে পড়েছেন। কিন্তু দেশে পেট্রোলবোমার আঘাতে নিহত লোকজনের মায়ের আহাজারি তার কানে পৌঁছায় না। তিনি আরও বলেন, দেশকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রে দীর্ঘস্থায়ী অবরোধ দিয়ে রাখা হয়েছে। মানববন্ধনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এএইচ
 
No comments:
Post a Comment