 ‘সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্যমতের সরকার’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০৫:১১:০২ দেশের চলমান জাতীয় সংকট উত্তরণে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সমূহের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা
‘সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্যমতের সরকার’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০৫:১১:০২ দেশের চলমান জাতীয় সংকট উত্তরণে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সমূহের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি দেশের বিবেকবান ও চিন্তাশীল সুশীল সমাজের পক্ষে এ প্রস্তাব দেন। এমাজ উদ্দিন আহমেদ মূল প্রবন্ধে সংকট সমাধানের প্রস্তাব পেশ করে বলেন, যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণে বর্তমান কাঠামোই সুষ্ঠূ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংকট নিরসনের ক্ষেত্র অকার্যকর হয়ে পড়েছে, ক্ষমতার উৎস হিসেবে জনগনের ইচ্ছা এই সংশোধনের প্রতিফলিত হয়নি, জনগনের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে এবং রাজনৈতিক অস্থিশীলতা গ্রাস করেছে। তাই অর্থনৈতিক অগ্রগতিও স্তব্ধ হতে চলেছে। তিনি বলেন, জাতীয় ঐক্যমতের সরকারের প্রধান কাজ হবে প্রজাতন্ত্রের সকল কর্মকান্ড যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান সংকট থেকে উত্তরনের সহায়তা করতে পারে। তিনি আরও বলেন, ঐক্যমতের সরকারের প্রধান কর্তব্য হবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচারবিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সভাপতিত্বে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, কবি ও গবেষক ফরহাদ মজহার, অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ। এমাজ উদ্দিন আহমেদের সাথে যে সব বিশিষ্ট নাগরিক প্রস্তাব পেশ করেন তারা হলেন, খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক এম এ মাজেদ, বিচারপতি আব্দুর রউফ, মোহাম্মদ আসাফুদ্দৌলা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ইউসুফ হায়দার, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুল হাই শিকদার, ড. সুকোমল বড়ুয়া, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট এস এন গোস্বামী, লে. কর্ণেল (অব.) কাজী সেলিম উদ্দিন প্রমুখ।
 
No comments:
Post a Comment