মানসিক প্রতিবন্ধী সত্ত্বেও মৃত্যুদন্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০৩:৫৯:০৪ যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে শেষ মুহূর্তের প্রাণ ভিক্ষার আবেদন অগ্রাহ্য করে মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। যদিও তার আইনজীবীরা দাবি করেছেন, তিনি মানসিক প্রতিবন্ধী। কারাগারের এক মুখপাত্র জানান, ওয়ারেন হিলের (৫৪) আইনজীবীদের চূড়ান্ত আপিল আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়ার পর তার এ মৃত্যুদন্ড কার্যকর করা হলো। স্থানীয় সময় রাত ৭টা ৫৫ মিনিটে বিষাক্ত ইনজেকশন পুশ করে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। হিল মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার মৃত্যুদন্ড কার্যকর করা উচিৎ হবে কিনা এমন প্রশ্নে আদালত ৭-২ ভোটে মৃত্যুদন্ড বহাল রাখে। বান্ধবীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করার সময় ১৯৯০ সালে এক কারাবন্দিকে হত্যা করায় হিলকে মৃত্যুদন্ড দেয়া হয়। জেডআই
No comments:
Post a Comment