ত্রিপোলির হোটেলে হামলা, নিহত ১০ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০৭:৪২ লিবিয়ার ত্রিপোলিতে অভিজাত হোটেল কোরিথিয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখোপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৫ জন বিদেশি নাগরিক। এদের একজন আমেরিকান, একজন ফরাসি ও তিনজন তাজাকিস্তানের। নিহতদের বাকি পাঁচজন লিবীয় নাগরিক। এসাম আল নাস নামের ও মুখোপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, হোটেলে কোনো ধরনের জিম্মি পরিস্থিতি নেই। তবে প্রাথমিক খবরে বলা হচ্ছিলো হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়। আর তিন বন্দুকধারীকে হোটেলে আটকে ফেলা হয়। পরে অবশ্য বিষয়টি নিশ্চিত করে কোনো তথ্য দেয়া হয়নি। এদিকে আইসিস এর একটি অনলাইন গ্রুপ দাবি করেছে আবু আনাস আল লিবির নামেই এই হামলা চালানো হয়েছে। আল-লিবি আল-কায়েদার একটি অংশ। এর আগে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে এরাই বোমা হামলা চালিয়েছিলো। যদিও গ্রুপটির প্রধান আবু আনাস আল লিবি লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ে এমাসেই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের এফবিআই বিষয়টিতে দ্রুত তদন্তের ওপর জোর দিয়েছে। কেএইচ
No comments:
Post a Comment