 অবরোধ ও হরতালে সার খালাসের অপেক্ষায় ৩৬ জাহাজ মানিকগঞ্জ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ অবরোধ ও হরতালের কারণে পর্যাপ্ত সারের বস্তা সরবরাহ না থাকায় সার খালাস করতে পারছেনা পাটুরিয়ায় আটকা পড়েেছ ৩৬টি জাহাজ। প্রায় ৩০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার খালাসের অপেক্ষায় রয়েছে এ জাহাজ গুলো। এ ঘাটে জাহাজগুলো অপেক্ষা করছে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত। পাটুরিয়া ঘাট এলাকায় নোঙর করে থাকা এস
অবরোধ ও হরতালে সার খালাসের অপেক্ষায় ৩৬ জাহাজ মানিকগঞ্জ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ অবরোধ ও হরতালের কারণে পর্যাপ্ত সারের বস্তা সরবরাহ না থাকায় সার খালাস করতে পারছেনা পাটুরিয়ায় আটকা পড়েেছ ৩৬টি জাহাজ। প্রায় ৩০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার খালাসের অপেক্ষায় রয়েছে এ জাহাজ গুলো। এ ঘাটে জাহাজগুলো অপেক্ষা করছে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত। পাটুরিয়া ঘাট এলাকায় নোঙর করে থাকা এসব জাহাজ থেকে সার খালাস করে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, পাবনার কাজিরহাট ও নগরবাড়িতে পাঠানো হবে। বুধবার বিকালে সরেজমিনে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে এসব জাহাজ সার খালাসের অপেক্ষায় ঘাটে নোঙর করে রয়েছে। পাটুরিয়া ঘাট শাখার সার্ভেয়ার সরোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ৩১টি এবং খুলনার মংলা বন্দর থেকে ৫টি জাহাজ এসে এখানে সার খালাসের অপেক্ষায় রয়েছে। একেকটি জাহাজে কমপক্ষে ৭০০ টন থেকে শুরু করে ১২০০ টন পর্যন্ত সার লোড করা রয়েছে। ঘাটে অপেক্ষারত এমভি আল ইনসানের জাহাজের মাস্টার আফসার হোসেন জানান, সার খালাসের অপেক্ষায় চলতি মাসের ৬ তারিখ থেকে পাটুরিয়া ঘাটে তারা অপেক্ষা করছেন। কিন্তু কবে জাহাজ থেকে সার খালাস করা হবে এর কোনো নিশ্চয়তা নেই। এএইচ
 
No comments:
Post a Comment