ঢাকা: টানা অবরোধে অমর একুশে বইমেলার জন্য প্রকাশকদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। মাওলা প্রকাশনীর প্রকাশক আলমগীর রহমান জানিয়েছেন, যান চলাচল বন্ধ থাকায় ছাপায় দরকারি সবচাইতে গুরুত্বপূর্ণ কাঁচামাল কাগজ ঠিকমতো পৌঁছাতে পারেনি। তাই সব বই সময় মতো ছেপে বইমেলায় পৌছাতে পারবেন কিনা সেনিয়ে অনিশ্চয়তা। এবার তারা কম বই ছাপছেন বলে জানিয়েছেন তিনি। ঢাকায় আর তিন দিন পরেই শুরু হচ্ছে একুশের বইমেলা। বাংলাদেশের প্রকাশনা শিল্প মূলত বছরের এই একটা সময়েই সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে। ঢাকার বাংলা একাডেমীর মুল প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে বইমেলার বর্ধিত অংশ থাকবে। ইতিমধ্যেই দোকান তৈরির কাজ শুরু হয়ে গেছে।
No comments:
Post a Comment