রমজান উপলক্ষে মুসলিমদেরকে ওবামার শুভেচ্ছা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ জুন, ২০১৫ ১৭:৫৫:৪৭ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বের মুসলিমদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘নতুন চাঁদ ওঠার সাথে পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সেই সময়টাতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব জুড়ে যারা এই মাসটি পালন করছেন তাদের সবাইকে মিশেল আর আমি উষ্ণ শুভে
চ্ছা জানাচ্ছি।’ বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, রমজান মাস এমন একটি সময় যখন পরিবার ও গোষ্ঠীগুলো ইফতার এবং প্রার্থনার জন্য একত্রিত হন এবং এই প্রথা মুসলিম সমাজ ও সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্রপূর্ণ ঐতিহ্য তুলে ধরে। তিনি বলেন, এই সময়টি আত্মানুসন্ধানের জন্য গভীর আধ্যাত্মিকতার প্রতিফলন ও পুনর্জাগরণের সময় যা সৃষ্টিকর্তার দয়ার প্রতি সচেতনতা বাড়ায় ও কৃতজ্ঞতায় আবদ্ধ করে। রমজান মাসের প্রতিটি দিনকে সম্মান জানাতে মুসলমানরা রোজা রাখার মাধ্যমে ধৈর্য্য ও প্রতি রাতে প্রার্থনার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এটা এমন একটা সময় যখন প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্বাস, অনুকম্পা, ক্ষমা ও অধ্যবসায় জোরদার করা যায়। রমজানের ত্যাগের শিক্ষা এবং দিন শেষে সকলের সঙ্গে একত্রে ইফতারে অংশ গ্রহণ প্রসংগে তিনি বলেন, সারা দেশ জুড়ে আমেরিকান মুসলমানরা যে কাজ করে থাকেন তাদের সেই সব কাজের স্বীকৃতি দিতে এবং পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে হোয়াইট হাউজে আমাদের বার্ষিক ইফতার, নৈশভোজের জন্য আমি আবার অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। জেডআই
No comments:
Post a Comment