যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরির অভিযোগ আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২০ মে, ২০১৫ ১১:২৭:৫৭ যুক্তরাষ্ট্রের গোপন প্রযুক্তি চুরির দায়ে চীনের ছয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ। মোবাইল ফোনে ব্যবহৃত হয় এমন এক ধরনের প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে তিন জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এই তিন জন চুর
ি করা প্রযুক্তি ব্যবহার করে তাদের বিশ্ববিদ্যালয় ও ব্যক্তিগত কোম্পানিতে ব্যবসা শুরু করেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাও ঝাংকে এই অভিযোগে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য অভিযুক্তরা চীনে আছেন। এই চুরিকে বলা হচ্ছে অর্থনৈতিক সম্পদ চুরি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে এলেও সে অর্থে কোনো প্রমাণ হাজির করতে না পারায় এ নিয়ে আইনি লড়াইয়ে যেতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের ভাষ্য মতে, কয়েক দশক আগে থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পদবিষয়ক প্রযুক্তি চুরির চেষ্টা করে আসছে চীন। এদিকে প্রযুক্তি চুরির বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, মোবাইল ফোনে অপ্রত্যাশিত সিগন্যাল ফিলটার করতে ব্যবহৃত এক ধরনের গোপন প্রযুক্তি চুরি করেছেন চীনের তিন অধ্যাপক। তারা তাদের মার্কিন কোম্পানির মালিকের কাছ থেকে তা চুরি করে নিজেরা কোম্পানি দাঁড় করিয়ে সেখানে সেই প্রযুক্তি ব্যবহার করছেন। এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির পরিপন্থি। ফলে অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে। এএইচ
No comments:
Post a Comment