
শাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী পরিষদ সচিব বলেন, ওই দুই অঞ্চলের মেডিকেল কলেজগুলো নতুন দুই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে। ফলে নতুন দুটিসহ দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে তিন। তিনি আরও জানান, সোমবারের সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়েছে ৷ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন ৷ তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথাও বলা হয়েছিল। তবে, এতে রোগীদের সেবা ব্যাহত হবে-এমন কথা বলে নানা মহল থেকে ব্যাপক সমালোচনা করা হলে পরবর্তীতে ওই উদ্যোগের ব্যাপারে আর কোন অগ্রগতি দেখা যায়নি। কেবি, এএইচ
No comments:
Post a Comment