
নে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হাই কমিশনার রবার্ট গিবসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রযাত্রায় সংকল্পবদ্ধ। এতে এখন এবং আগামীতে আমরা অংশীদার। আজ আমি যেমনটা বলেছি, এ সহিংসতা ও বাংলদেশের সকল মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাহত হবার ঘটনা চলতে থাকা দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা ক্রমাগত ভাবে সকল পক্ষকে আহ্বান জানিয়ে আসছি। তারা যেন তাদের কর্মের পরিণতি সম্পর্কে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানি কাজ থেকে বিরত থাকেন। দীর্ঘ মেয়াদে আমি প্রত্যাশা করি এ আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার হবে। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত প্রক্রিয়া ঘটেছে তার বিলুপ্তি ঘটাবে। সকল বৈধ রাজনৈতিক কর্মকান্ড শান্তিপূর্ণ ভাবে পালনে অনুমদন করবে। তিনি বলেন, দেখা করার সুযোগে আজ সন্ধ্যায় বিএনপির সম্মানিত চেয়ারপার্সনের সন্তান হারানোর জন্য সমবেদনা জানিয়েছি। একান্ত বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং ২০ দলীয় নেতা খালেদা জিয়া ছাড়া অন্যকেউ উপস্থিত ছিলেন না। এমএইচ/এএইচ/এসএইচ
No comments:
Post a Comment