Tuesday, January 27, 2015

কোকোর জানাজা ঘিরে জনসমুদ্র বায়তুল মোকাররম:RTNN

কোকোর জানাজা ঘিরে জনসমুদ্র বায়তুল মোকাররম নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আসার আগেই মানুষে পূর্ণ হয়ে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মসজিদের উত্তর ও দক্ষিণ ফটকের দুই সড়ক বেলা তিনটার দিকেই পূর্ণ হয়ে গেছে জনতার ভিড়ে। সাড়ে তিনটার দিকে পল্টন মোড় থেকে লম্বা এই মানুষের সারি পার হয়ে গেছে দৈনিক বাংলার মোড়। মসজিদের দক্ষিণ ফটকেরও একই অ
বস্থা। মানুষ বঙ্গবন্ধু ও মওলানালা ভাসানী হকি স্টেডিয়াম ছাড়াও গুলিস্তানের বকচত্বর পর্যন্ত অবস্থান নিয়েছেন। এই মসজিদেই বাদ আসর আরাফাত রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন মসজিদের খতিব মো. সালাহউদ্দিন। জানাজার নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে আগে থেকে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ বিএনপি জোটের সিনিয়র নেতারা। এদিকে, গুলশান কার্যালয়ে মা খালেদা জিয়ার অশ্রুশিক্ত বিদায়ের পর আরাফাত রহমান কোকোর মরদেহবাহী অ্যাম্বুলেন্স বেলা পৌনে তিনটার দিকে বায়তুল মোকাররম মসজিদের দিকে রওনা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে মারা যান আরাফাত রহমান কোকো। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ২০১২ সাল থেকে দেশটিতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। মন্তব্য      


No comments:

Post a Comment