Saturday, December 27, 2014

অগ্নিসংযোগের মধ্যে দিয়ে গাজীপুরে হরতাল চলছে:RTNN

অগ্নিসংযোগের মধ্যে দিয়ে গাজীপুরে হরতাল চলছে নিজস্ব প্রতিনিধি আরটিএনএন গাজীপুর: গাজীপুরে জনসভা ঠেকাতে ১৪৪ ধারা জারি ও সভাস্থল ছাত্রলীগের দখল নেওয়ার প্রতিবাদে গাজীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। এছাড়া বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করবে ২০ দলীয় জোট। হরতালের শুরুতেই সড়কে টায়ার জ্বালিয়ে ব
িক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে তারা। শহরের রাস্তাগুলিতে রিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিএনপি কার্যালয় ও সমাবেশস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ ঘিরে রেখেছে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পিকেটারকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, জনসভা ঠেকাতে ১৪৪ ধারা জারির মতো সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে শনিবার গাজীপুর জেলায় সকাল-সন্ধ্যা পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজীপুরে ১৪৪ ধারা জারি করে জনসভা করতে না দেয়ায় শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে ২০-দলীয় জোট। পূর্বঘোষিত জনসভা করতে না দিয়ে সরকারের ১৪৪ ধারা জারির মতো অগণতান্ত্রিক পদক্ষেপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এদিকে গতরাতে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। ছাত্রলীগের কর্মীরা এ অগ্নিসংযোগ করেছে বলে বিএনপি অভিযোগ করছে। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়। শনিবার একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ। মন্তব্য      


No comments:

Post a Comment