Tuesday, November 25, 2014

পরীক্ষা ছাড়াই প্যাথলজি রিপোর্ট:Time News

পরীক্ষা ছাড়াই প্যাথলজি রিপোর্ট স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ নভেম্বর, ২০১৪ ০৯:২৪:৫২ রাজধানীর মোহাম্মদপুরে পরীক্ষা ছাড়াই প্যাথলজি টেস্ট রিপোর্ট তৈরি ও ডাক্তারের স্বাক্ষর জাল করে রিপোর্ট প্রদান এবং অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে এক্স-রে করার দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুজনকে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে মালিক আবদুল বাকী বকুলকে (৪০) এক বছর কারাদণ্ড ও
দুই লাখ টাকা জরিমানা এবং টেকনিশিয়ান সামায়ন আলীকে (২২) ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে র‌্যাব-২-এর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়া পাশা। আনোয়ার পাশা জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে র‌্যাব-২ এর সদস্যরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীতে মোহাম্মদপুরের ১/৯ কলেজ গেট এলাকার ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় টেস্ট ছাড়াই প্যাথলজি রিপোর্ট তৈরি ও ডাক্তারের স্বাক্ষর জাল করে রিপোর্ট প্রদান এবং টেকনিশিয়ান ছাড়া অশিক্ষিত ব্যক্তি দিয়ে এক্স-রে করার দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং টেকনিশিয়ানকে সাজা দেয়া হয়। তিনি আরো জানান, অভিযানের সময় দেখা যায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও পরীক্ষা ছাড়াই রক্ত, মূত্রসহ বিভিন্ন টেস্টের মনগড়া রিপোর্ট দেওয়া হচ্ছে। এ সময় রোগী পারভীনের (২৫) কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে রিপোর্ট দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের মাইক্রোস্কোপটি নষ্ট এবং ব্লাড সেল কাউন্টার নেই, রক্তের স্লাইড বানানো ছাড়াই রক্তের ঞঈ, উঈ, ডইঈ পরীক্ষার মনগড়া রিপোর্ট দেওয়া হয়। এএইচ

No comments:

Post a Comment