Monday, June 22, 2015

মুস্তাফিজের নতুন রেকর্ড:টাইমনিউজ

মুস্তাফিজের নতুন রেকর্ড স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ২১ জুন, ২০১৫ ১৯:২৩:১৫ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেন অভিষিক্ত মুস্তাফিজুর। রোববার দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েন তিন
ি। এর আগে ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরি। ভিটরি আর মুস্তাফিজ ছাড়া প্রথম দুই ম্যাচেই ৫ উইকেট নেই আর কারও। ওয়ানডে ইতিহাসের রেকর্ডে মুস্তাফিজ ছুঁয়েছেন ভিটরিকে। আর বাংলাদেশের রেকর্ডে ছাড়িয়ে গেছেন সবাইকে! মুস্তাফিজের আগে অভিষেকে ৫ উইকেট পাওয়া একমাত্র বোলার তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন ২ উইকেট। আর যদি অভিষেকের সীমানা ছাড়িয়ে বিবেচনায় নেওয়া হয় গোটা ক্যারিয়ার, সেখানেও বাংলাদেশে অনন্য মুস্তাফিজ। ওয়ানডেতে টানা দুই ম্যাচে ৫ উইকেট নেই বাংলাদেশের আর কারও! কাছাকাছি যেতে পেরেছিলেন কেবল আব্দুর রাজ্জাক। ২০১০ সালে জিস্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছিলেন ৫ ও ৪ উইকেট। শুধু এখানেই পাশাপাশি নন এই দু'জন। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে একাধিকবার ৫ উইকেট পাওয়ার কীর্তি আছেন কেবল রাজ্জাক আর মুস্তাফিজেরই। চারবার ৫ উইকেট পেয়েছেন রাজ্জাক, ২ বার নিলেন মুস্তাফিজ। জেডআই

No comments:

Post a Comment