মালালাকে হামলায় দায়ে পাকিস্তানে ১০ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ৩০ এপ্রিল, ২০১৫ ১৬:৩১:৪৬ মালালার ওপর হামলার দায়ে পাকিস্তানের একটি আদালত ১০জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। স্কুল শিক্ষার্থী মালালার ওপর ২০১২ সালে চালানো ওই হামলার দায়ে উত্তর পশ্চিম পাকিস্তানের একটি আদালত আজ (বৃহস্পতিবার) এই রায় দিয়েছে। পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল বাসে অবস্থানকালে মালালার মাথায় গুলি করা হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। জীবনের ঝুকিঁ নিয়ে শিশুদের অধিকার রক্ষায় আন্দোলন করার পুরস্কারস্বরুপ মালালাকে পরবর্তীতে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। পাকিস্তান সূত্রে আরও জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ১০ পাকিস্তানি তালেবানের মধ্যে মালালার ওপর হামলা পরিচালনাকারী প্রধান আসামী অবশ্য নেই। মালালার ওপর হামলার পর পুলিশের প্রাথমিক রিপোর্টে আয়াতুল্লাহ খান নামের ২৩ বছরের এক সন্দেহভাজন তালেবান সদস্যের নাম ছিল। কিন্তু বৃহস্পতিবার যে ১০ জনকে সাজা দেয়া হলো তাদের মধ্যে আয়াতুল্লাহ ছিল না। বর্তমানে ১৭ বছরের মালালা তার আঘাত কাটিয়ে উঠেছেন এবং সপরিপারে বৃটেনের বার্মিংহামে বসবাস করছেন। কেবি
No comments:
Post a Comment