পুঁজিবাজারে মাত্র দু’বার বুদবুদ হয়েছে: অর্থমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০৯:৩৬ বর্তমান সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ছাড়া আগের কমিশনগুলো কোনো কাজ করেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট, এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ওঠানামা করবে এটা খুব স্বাভাবিক বিষয়। আমাদের পুঁজিবাজারের বয়স বেশি নয়। এর মধ্যে মাত্র দু’বার বুদবুদ হয়েছে। তা আমরা কাটিয়ে উঠেছি। আমাদের বর্তমান এক্সচেঞ্জ কমিশনে যে কর্মকর্তারা কাজ করছেন তারা খুবই দক্ষ। এর আগের যতো কমিশন ছিলো তারা কাজ করেনি। বিআইসিএম এর পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে তিনি বলেন, আমি এই পিএইচডি প্রোগ্রাম’র বিরোধীতা করছি। পিএইচডি প্রোগ্রাম’র জন্য যেসব বিশ্ববিদ্যালয় আছে তাই যথেষ্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম এর পরচালনা পর্ষদ ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ড. এম আসলাম আলম। এএইচ
No comments:
Post a Comment