বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০১ জানুয়ারি, ২০১৫ ১০:২৬:০৫ নববর্ষের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এ উৎসব। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উৎসবে ক্ষুদে মেধাবীদের হাতে নতুন পাঠ্যপুস্তক হস্তান্তর করা হবে। এর আগে মঙ্গলবার গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যে কোনো বাধা উপেক্ষা করে আগামীকাল (বৃহস্পতিবার)১ জানুয়ারি দেশের প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবে। শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই দেয়া হবে। মন্ত্রী বই উৎসবের সাথে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। এআর
No comments:
Post a Comment