মিছিল-পিকেটিংয়ে চলছে রাজশাহী বিভাগের হরতাল রাজশাহী করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ১১:৪৪:৪৫ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে রাজশাহী বিভাগে হরতাল পালন করছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এদিকে হরতাল এবং অবরোধের কারণে শহর থেকে দূর পাল্লার কোন বাস-ট্রাক ছাড়েনি এবং বেশিরভাগ দোকান পাট বন্ধ রয়েছে। রোববার সকাল থেকেই জয়পুরহাট শহরের প্রধান রাস্তায় মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এর আগে শনিবার মধ্যরাতে শহরের বাইপাশ রাস্তার হিচমী এলাকায় একটি আলু বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগানো ট্রাকের চালক আমিনুল ইসলাম জানান, আলু বোঝাই ট্রাক নিয়ে হিচমী বাইপাস সড়কের চারমাথার কাছাকাছি আসলে বেশ ক’জন যুবক ছেলে তার কাছে আসে এবং ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ট্রাক থামালে তারা তাকে মারধর করে। এসময় ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এআর
No comments:
Post a Comment