সুনামির পর ইন্দোনেশিয়ায় ধর্ম-চর্চা বেড়েছে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৬ ডিসেম্বর, ২০১৪ ১২:০০:৫৫ সুনামিতে প্রায় সবকিছু ধ্বংস হলেও টিকে ছিল অনেক মসজিদ। আচের বাসিন্দাদের তাই বিশ্বাস, সেই প্রাকৃতিক দুর্যোগ ছিল সৃষ্টিকর্তার শাস্তি। তাই আচে প্রদেশে সুনামির পর ধর্মচর্চার হার বেড়ে গেছে। ২০০৪ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ইন্দোনেশিয়ায় প্রাণ হারান প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ। তাঁদের অধিকাংশই মারা যান আচে প্রদেশে। সুমাত্রার উত্তরের অবস্থিত আচে প্রদেশের সুনামি সবচেয়ে জোরে আঘাত হানে৷ শুধুমাত্র সেখানেই প্রাণ হারিয়েছেন ১৩০,০০০ মানুষ। আচে বরাবরই ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি রক্ষণশীল ছিল। সুনামির পরের বছরগুলোতে সেখানে বিশেষ শরিয়া আইন প্রবর্তন করা হয়েছে, যার মাধ্যমে নারীর পোশাক এবং নৈতিক ব্যবহারের মতো বিষয়গুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া ২০০০ সালের ২৬ ডিসেম্বর। সমুদ্রের তলায় এক ভয়ংকর ভূমিকম্প ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি করে। এর ফলে অস্ট্রেলিয়া থেকে তানজেনিয়া পর্যন্ত ১১টি দেশে সুনামি হয়। এই সুনামিতে প্রাণ হারান ২৩০,০০০ মানুষ। ইআর
No comments:
Post a Comment