সমঝোতা না হলে সমাবেশ নয়: জেলা প্রশাসক নিজস্ব প্রতিনিধি আরটিএনএন গাজীপুর: গাজীপুর ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শনিবার কাউকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম। শুক্রবার সকালে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভার পর দুপুরের দিকে তিনি এ তথ্য জানান। ডিসি জানান, শনিবারের জনসভার জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। বিবদমান দুটি রাজনৈতিক দল একই স্থানে সমাবেশ ডাকায় সৃষ্ট পরিস্থিতিতে এ বিশেষ বৈঠক আহবান করা হয়। তিনি আরও বলেন, দু’টি পক্ষের সঙ্গে আমরা সমঝোতা করার চেষ্টা করছি। সমঝোতা হলে জনসভা করার অনুমতি দেয়া হতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নুরুল ইসলাম জানান, জনগণের জানমালের নিরাপত্তায় জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া যদি কেউ জোর করে সভা-সমাবেশ করতে চায়, তবে তা কঠোর হস্তে দমন করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে শনিবারের জনসভার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বৈঠকে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, র্যা ব, এসএসআই, ডিজিএফআইসহ স্থানীয় প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্তব্য
No comments:
Post a Comment