
বিএনপিকে নিষিদ্ধের হুমকি প্রধানমন্ত্রীর স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১১ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:১২:২৭ বিএনপিকে নিষিদ্ধ করার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নে উত্তরে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, "জনগণ চাইলে বিএনপিকে যে কোনো মুহুর্তে নিষিদ্ধ করা হতে পারে। তারা একটি সন্ত্রাসী
দল। আমি মনে করি, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।" তিনি আরো বলেন, "তারা তো কোনো রাজনীতি করছে না। তারা তো মানুষ খুন করতে মাঠে নেমেছে।" খালেদা জিয়াকে "খুনি" আখ্যা দিয়ে শেখ হাসিনা আরো বলেন, "খালেদা একটা খুনি। উনি তো বাংলা ভাইয়ের মা।" অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, "নাশকতা দমনের জন্য যতটা কঠোর হওয়ার দরকার, আমরা ততটা কঠোর হবো।" জেডআই
No comments:
Post a Comment