Sunday, February 1, 2015

বার্ন ইউনিটে আর দগ্ধদের আর্তনাদ শুনতে চাই না: প্রধানমন্ত্রী:RTNN

গ্রন্থমেলার উদ্বোধন বার্ন ইউনিটে আর দগ্ধদের আর্তনাদ শুনতে চাই না: প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাসপাতালের বার্ন ইউনিটে আর দগ্ধদের আর্তনাদ শুনতে চাই না। রবিবার বাংলা একাডেমী চত্বরে অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানু
ষের দুর্ভাগ্য যে যখনই তারা শান্তিতে থাকতে শুরু করে, তখনই কোথা থেকে একটা কালো মেঘ এসে ঠেকে যায় আমাদের আকাশে।’ তিনি বলেন, ‘আজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ মানুষের আর্তনাদ। কী কারণে তাদের পুড়িয়ে মারা হচ্ছে। কেন তাদের এ অবস্থা হলো তারা তা-ও জানলো না।’ বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ নির্বাচন অংশ না নিয়ে রাজনৈতিক ভুল করলে তার মাশুল তাকেই দিতে হবে। কিন্তু কী অপরাধ করেছে সাধারণ মানুষ যে, তাদের পুড়িয়ে মারতে হবে?’ পেট্রোল বোমা হামলা ও সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা কোনো আন্দোলন হতে হতে পারে না। এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ সব বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে পরাজিত হতে পারে না।’ শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগেও এমন অবস্থা সৃষ্টি করা হয়েছিল। পরে আমরা সে অবস্থা কাটিয়ে উঠেছিলাম। দেশের মানুষ এক বছর শান্তিতে ছিল। কিন্তু যখনই শান্তি ও সমৃদ্ধির একটু সম্ভাবনা দেখা দেয়, তখনই চরম আঘাত আসে।’ তিনি বলেন, ‘বার্ন ইউনিটে পুড়ে যাওয়া মানুষের আর্ত চিৎকার আর শুনতে চাই না। বিএনপির প্রতি আহ্বান জানাবো এ সব বন্ধ করুন। অন্যথায় একদিন তাদেরকে মানুষের রুদ্ররোষে পড়তে হবে।’ এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সোমবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, হরতাল দেয়ায় আমরা তা পিছিয়ে দিয়েছি। কারণ, আমরা শিশুদের জীবন ছিনিমিনি খেলতে চাই না। তাদের হামলা থেকে তো শিশুরাও রেহাই পাচ্ছে না।’ এ সময় অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গ্রন্থমেলার সময় অবরোধ কর্মসূচি দেয়া বিএনপি জোটের সমালোচনা করেন তিনি। মন্তব্য      


No comments:

Post a Comment