Wednesday, January 28, 2015

জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব:RTNN

জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বর্তমান সঙ্কট সমাধানে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন শিক্ষক, সাংবাদিক, চিন্তাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে বুধবার সকালে সুশীল সমাজ আয়োজিত ‘চলমান জাতীয় সঙ্কট : উত্তরণের পথ’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রস্তাব দেন সুশীল সমাজের নেতারা। সুশীল সমাজের পক্ষে ঢাকা বি
শ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ একটি প্রস্তাবনা পাঠ করেন। প্রস্তাবে বলা হয়, ‘ঐকমত্যের সরকারের কাজ হবে প্রজাতন্ত্রের সব কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান করা। সবার অংশগ্রহণমূলক একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান মহাসঙ্কট থেকে উত্তরণে সহায়তা করতে পারে।’ এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় ঐকমত্যের সরকারের প্রধান দায়িত্ব হবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার বিভাগসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।’ একই সঙ্গে তাদের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য দেশের সব শ্রেণীর নাগরিক, সব পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবক এবং রাজনৈতিক দলসমূহ এবং সব সামাজিক শক্তিকে এগিয়ে এসে বিদ্যমান জাতীয় সঙ্কট মোকাবেলার জন্য আহ্বান জানান বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সমাজচিন্তক ফরহাদ মজহার, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, লে. কর্নেল (অব.) মোহাম্মদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রফেসর এম এ মাজেদ, সাবেক সচিব মোহাম্মদ আসাফ উদ-দৌলা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এই প্রস্তাবে একমত হয়েছেন। মন্তব্য      


No comments:

Post a Comment