মকর্তারা। সকাল ১০টার দিকে চট্টগ্রামের বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে নাছিরের কয়েকশ’ নেতাকর্মীদের জোর করে ‘হাতি’ মার্কায় ভোট দিতে দেখা যায়। ওই কেন্দ্রের ২ নং কক্ষে গিয়ে দেখা যায়, নাছিরের অনুসারি ৭/৮ জন বসে ব্যালট বই নিয়ে হাতি প্রতীকে হরদম সিল মারছেন। সেখানে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের মেয়র প্রার্থী এম মনজুর আলমের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি। এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। আপনারা যা দেখতে পারছেন, পারলে তা লিখেন।’ এদিকে, একই কেন্দ্রের মহিলার বুথেও হামলা চালিয়ে জাল ভোট দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গুলি করে আতঙ্ক তৈরির পর ব্যালট কেড়ে নিয়ে সিল মারে। এ বিষয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সোভা রানী সরকার বলেন, ‘গুলি শুরু হলে এখানকার সবাই পালিয়ে যেতে বাধ্য হই। এরপর ছাত্রলীগের ছেলেরা মেয়েদের বুথে এসে ব্যালট নিয়ে ইচ্ছেমত সিল মারে।’ পরে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আবুল হাশেম রিটানিং কর্মকর্তার অফিসে এসএমএস করেন। তিনি এতে লিখেন- ‘স্যার, সেভ আওয়ার লাইভস।’ তার এসএমএসের উত্তরে চট্টগ্রামের সহকারী রিটানিং কর্মকর্তা আবু সাঈদ এসএমএস করেছেন এই বলে যে, ‘জীবন বাঁচাতে আপনার যা করণীয় তা করেন।’ এভাবে আরো বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তা রিটার্নিং কার্যালয়ে এসএমএস করলে তাদেরও একই উত্তর দেয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) ভোট বর্জন করলেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্ . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনচট্টগ্রাম: চট্টগ্রামে একটি কেন্দ্র দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছি . . . বিস্তারিত
Tuesday, April 28, 2015
‘স্যার, সেভ আওয়ার লাইভস’:আরটিএনএন
মকর্তারা। সকাল ১০টার দিকে চট্টগ্রামের বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে নাছিরের কয়েকশ’ নেতাকর্মীদের জোর করে ‘হাতি’ মার্কায় ভোট দিতে দেখা যায়। ওই কেন্দ্রের ২ নং কক্ষে গিয়ে দেখা যায়, নাছিরের অনুসারি ৭/৮ জন বসে ব্যালট বই নিয়ে হাতি প্রতীকে হরদম সিল মারছেন। সেখানে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের মেয়র প্রার্থী এম মনজুর আলমের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি। এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। আপনারা যা দেখতে পারছেন, পারলে তা লিখেন।’ এদিকে, একই কেন্দ্রের মহিলার বুথেও হামলা চালিয়ে জাল ভোট দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গুলি করে আতঙ্ক তৈরির পর ব্যালট কেড়ে নিয়ে সিল মারে। এ বিষয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সোভা রানী সরকার বলেন, ‘গুলি শুরু হলে এখানকার সবাই পালিয়ে যেতে বাধ্য হই। এরপর ছাত্রলীগের ছেলেরা মেয়েদের বুথে এসে ব্যালট নিয়ে ইচ্ছেমত সিল মারে।’ পরে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আবুল হাশেম রিটানিং কর্মকর্তার অফিসে এসএমএস করেন। তিনি এতে লিখেন- ‘স্যার, সেভ আওয়ার লাইভস।’ তার এসএমএসের উত্তরে চট্টগ্রামের সহকারী রিটানিং কর্মকর্তা আবু সাঈদ এসএমএস করেছেন এই বলে যে, ‘জীবন বাঁচাতে আপনার যা করণীয় তা করেন।’ এভাবে আরো বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তা রিটার্নিং কার্যালয়ে এসএমএস করলে তাদেরও একই উত্তর দেয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) ভোট বর্জন করলেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্ . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনচট্টগ্রাম: চট্টগ্রামে একটি কেন্দ্র দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছি . . . বিস্তারিত
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment